প্রথম বারের মতো ম্যান সিটির চ্যাম্পিয়ন লিগ জয়।

ইন্টার মিলানকে ১-০ গোলে পরাজিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো শিরোপা জিতলো ম্যানচেষ্টার সিটি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৮ তম মিনিটে সিটির হয়ে একমাত্র জয় সূচক গোলটি করেন স্পেনীয় মিডফিল্ডার রদ্রি। উল্লেখ্য এই ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার উঠতি তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। বিশ্ব ফুটবলের ইতিহাসে দশম ফুটবলার হিসেবে এক মরশুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তিতে নাম তুলেছেন জুলিয়ান আলভারেজ।

এবং ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের পর ম্যান সিটিই প্রথম ইংলিশ ক্লাব যারা ট্রেবল জিতেছে

অভিনন্দন সিটি

অভিনন্দন পেপ-গার্দিওলা

Get news about the beautiful game stay connected with us

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started